চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাংলাদেশ সফরে খেলোয়াড় সংকটে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড

মাসের শেষে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ খেলবে টাইগারদের বিপক্ষে। মার্চে শুরু হতে চলা সিরিজ দুটিতে খেলোয়াড় সংকটে পড়েছে দেশটির ক্রিকেট বোর্ড। রঙিন পোশাকের দুই ফরম্যাটেই বর্তমান বিশ্বজয়ীরা দলে পাচ্ছেন না তারকা ও নিয়মিতদের অনেককে।

২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড দল। মিরপুরে ১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। ১৪ মার্চ শেষ টি-টুয়েন্টি খেলে সফর শেষ করবে জস বাটলারের দল। সফরে ইংলিশদের অন্তত ১৫ জন নিয়মিত খেলোয়াড় থাকছে না, খবর দিয়েছে দেশটির গণমাধ্যম টেলিগ্রাফ।

১৬ ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। সিরিজ শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। সেখান থেকে কোনো খেলোয়াড়কে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

নিউজিল্যান্ড সিরিজের বাইরেও দল ঘোষণায় ইংলিশ নির্বাচকদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চুক্তিবদ্ধ রয়েছেন দলটির বেশ কয়েকজন ক্রিকেটার।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে গুরুত্ব দেয়ায় দলে নেই অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস, জেমস ভিন্স ও লিয়াম ডসনের মতো তারকারা। তারা জানিয়ে দিয়েছেন বাংলাদেশ সফরে থাকছেন না।

চোটে বিশ্রামে থাকবেন জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোন। বাংলাদেশ সফরে আসছেন অধিনায়ক জস বাটলার, মঈন আলী, জেসন রয় ও আদিল রশিদরা। এমনকি মার্ক উডও ফিরতে পারেন দলে।

বাংলাদেশ সফরে কোনো প্রস্তুতি ম্যাচ খেলছে না ইংল্যান্ড। ১ মার্চ মিরপুরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ৩ মার্চ, মিরপুরেই। সিরিজের শেষ ওয়ানডে চট্টগ্রামে, ৬ মার্চ। ৯ মার্চ চট্টগ্রামে তিন টি-টুয়েন্টির সিরিজ শুরু হবে। ১২ ও ১৪ মার্চ শেষ দুই ম্যাচ মিরপুরে।