চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ঢাকায় ডোনাল্ড, রাতেই আসছেন হেরাথ-পোথাস-লি

KSRM
ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচিংস্টাফের সকলে। সকালে ঢাকায় পৌঁছেছেন টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। রাতে আসছেন সহকারী কোচ নিক পোথাস, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও ট্রেনার নিকোলাস ট্রেভর লি। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ফিরবেন আগামী সপ্তাহে।
Bkash July
প্রধান কোচ বাংলাদেশে আসার আগেই শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকা ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি শুরু হবে সোমবার থেকে। যদিও স্কোয়াড এখনো প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট দলের সদস্য মুমিনুল হক সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় চার দিনের ম্যাচ খেলতে গেছেন সিলেটে।
Reneta June

মিরপুরে ব্যক্তিগত অনুশীলন আগেভাগেই শুরু করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। আসল প্রস্তুতি পর্ব শুরু হবে হাথুরু ফেরার পর।

১৪ জুন মিরপুরে আফগানদের বিপক্ষে টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সাকিব আল হাসান চোট পাওয়ায় একমাত্র টেস্ট ম্যাচটিতে টিম টাইগার্সকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View