এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচের মাধ্যমে অভিষেক হচ্ছে ফরোয়ার্ড ফাহমিদুল ইসলামের। একই সাথে অভিষেক হচ্ছে মিডফিল্ডার সৈয়দ কাজেম শাহ কিরমানির।
দেশের মাটিতে প্রথমবার নামতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী। মার্চে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল হামজার। দুদিন আগে দেশে ফিরে দলের সাথে যোগ দিয়েছিলেন হামজা।
প্রথমবার বাংলাদেশ দলে ডাক পাওয়া সামিত সোম নেই একাদশে। কানাডা থেকে দীর্ঘ ভ্রমণ শেষে সকালে বাংলাদেশে পা রেখেছেন কানাডার লিগ মাতানো সামিত। শুরুর একাদশে আছেন অধিনায়ক জামাল ভূইয়া।
বাংলাদেশের একাদশ:
তপু বর্মন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, রাকিব হাসান, তারিক কাজী, ফাহমিদুল ইসলাম, সোহেল রানা, কাজেম শাহ কিরমানি, সাদ উদ্দিন, এবং তাজ উদ্দিন।







