এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জানুয়ারির মাঝামাঝি জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে চলেছে ছেলেদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। আসরের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে অধিনায়ক থাকছেন যুব এশিয়া কাপজয়ী দলনেতা আজিজুল হাকিম তামিম। বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ ‘এ’তে, প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
স্ট্যান্ডবাই রাখা হয়েছে ৭ জনকে। শুক্রবার বিসিবি দল জানিয়েছে। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করা ওপেনার জাওয়াদ আবরার। রোববার রাতে বিশ্বকাপ খেলতে রওনা হবে জুনিয়র টাইগার দল।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পারফরম্যান্স বেশ ভালো। এশিয়া কাপে গ্রুপ বি-তে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল। সেমিতে পাকিস্তানের সাথে পারেনি। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
বিশ্বকাপে বাংলাদেশ যুব দল
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহারিয়ার আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী এলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ, ইকবাল হোসেন ইমন।
স্ট্যান্ডবাই: আব্দুর রহিম, দেবাশীষ সরকার দেবা, রাফি উজ্জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার, মো. সবুজ।









