চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

তেলসহ ৮ নিত্যপ্রয়োজনীয় পণ্য বাকিতে আমদানির সুযোগ

পণ্যের সরবরাহ বাড়াতে আটটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর এলসি মার্জিন শিথিলের পর এবার বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক।

এর আগে ডলার সঙ্কটের কারণে ৭৫ ভাগ থেকে শতভাগ মার্জিন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে ব্যাংকগুলোকে নতুন করে নির্দেশনা দেয়া হয়েছে। পণ্যগুলো হলো- ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন্ন রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংকের বিদ্যমান নীতিমালা শিথিল করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকল্পে ওই পণ্যগুলোর আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সংরক্ষিতব্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

মঙ্গলবার এক নির্দেশনায় বলা হয়েছে, এ সুবিধা বহাল থাকবে ৩১ মার্চ পর্যন্ত।

Labaid
BSH
Bellow Post-Green View