এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চলতি বছরের জুলাইয়ে মেয়েদের এএফসি এশিয়ান কাপের মূলপর্বে প্রথমবার জায়গা করে নেয় বাংলাদেশ মেয়েদের জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় সাফল্যে খেলোয়াড়রা দেশে ফেরার পর জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে ক্রীড়া উপদেষ্টা ৫০ লাখ টাকার আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিল। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে ফুটবলারদের হাতে সেই অর্থ তুলে দেয়া হয়।
একই মাসে যুব এশিয়া কাপে মেয়েদের অনূর্ধ্ব-১৮ হকির আসরে প্রথমবার অংশগ্রহণ করে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দল। তাদের হাতেও প্রতিশ্রুত আর্থিক পুরস্কার তুলে দেয়া হয়েছে। মেয়েদের হকি দলকে দেয়া হয়েছে ২১ লাখ টাকা।
মেয়েদের ফুটবল দলের খেলোয়াড় সংখ্যা ছিল ২৩ জন। সঙ্গে যোগ হবে ৮ জন কোচিং স্টাফ ও কর্মকর্তা। মোট ৩১ জনের হাতে ৫০ লাখ টাকা তুলে দেয়া হয়। মেয়েদের হকি দলের খেলোয়াড়দের সংখ্যা ১৮ জন। সঙ্গে যোগ হয়েছেন কোচ, ম্যানেজার, ফিজিওসহ ২১ জন। তাদের প্রত্যেকের হাতে এক লাখ করে টাকা তুলে দেয়া হয়।
চলতি বছর ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত মিয়ানমারে হওয়া এশিয়ান কাপ বাছাইয়ে অংশগ্রহণ করেছিল জাতীয় ফুটবল দল। তিন ম্যাচে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন এবং তুর্কমেনিস্তানকে হারিয়ে শীর্ষে থেকে এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছিল আফঈদা খন্দকারের দল।
চীনের দাজহুতে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে এবারই প্রথম অংশগ্রহণ করেছিল বাংলাদেশ মেয়েদের হকি দল। প্রথমবারেই বাজিমাত করেছিল দলটি। কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে জিতেছিল ব্রোঞ্জ পদক।








