নবম উইকেট জুটির লড়াইয়ে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৭ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। টাইগার বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম চারটি ও মুমিনুল হক তিন উইকেট তুলে নিলে ১০১.৫ ওভারে ৩১৭ রানে গুটিয়ে যায় কিউইরা। স্বাগতিকদের প্রথম ইনিংস থেমেছিল ৩১০ রানে।
বাংলাদেশের চেয়ে ৪৪ রানে পিছিয়ে থেকে বৃহস্পতিবার সিলেট টেস্টের তৃতীয় দিন ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। ৮ উইকেটে ২৬৬ থেকে তিনশ পেরোয় অনায়াসেই। কাইল জেমিসন ও টিম সাউদি নবম উইকেটে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে লিড এনে দেন।
আগের দিন ৪ উইকেট দখল করা তাইজুল পঞ্চম শিকারের দেখা পাননি। তৃতীয় দিনের দুটি উইকেটই শিকার করেন মুমিনুল।
২৩ করা জেমিসনকে এলবিডব্লিউ করেন এ বাঁহাতি পার্টটাইম স্পিনার। পরে কিউই অধিনায়ক সাউদিকে বোল্ড করে গুঁড়িয়ে দেন নিউজিল্যান্ডকে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। নিরাপদে প্রথম সেশনের এক ঘণ্টা দুই ওপেনার টিকে থাকতে পারেন কিনা, সেটিই এখন দেখার।
বড় সংগ্রহের আশা জাগিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস থেমে গিয়েছিল তিনশ পেরিয়ে। নিউজিল্যান্ডের ক্ষেত্রেও হয়েছে এমনটা। কেন উইলিয়ামসনের সেঞ্চুরির পরও খুব বেশি দূর যেতে পারেনি কিউইরা।








