বাঙালির প্রেম, বিরহে যিনি অকাতরে পাশে থেকে অনুপ্রেরণা যোগান তিনি রবীন্দ্রনাথ! তাঁর কবিতা ও গানের কথায় বাঙালি জীবনকে নতুনভাবে দেখার পথ আবিষ্কার করেন। বিশেষ করে তার গানের কথায়! শুধু কী প্রেম, বিরহে? না, শোষণ আর বৈষম্যের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান আছে তাঁর গানের কথায়।
বৃহস্পতিবার পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জয়ন্তী। এই দিন উপলক্ষ্যে থাকলো আলোচিত কিছু রবীন্দ্র সংগীত:
সন্জীদা খাতুনের কণ্ঠে‘ডেকো না আমারে’:
আবার আসি ফিরে, সন্জীদা খাতুন
বাদল দিনের প্রথম কদম ফুল:
রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘বাঁধন ছেড়া সাধন’:
মিতা হকের কণ্ঠে রবীন্দ্র সংগীত:
বন্যার কণ্ঠে ‘বাংলার মাটি বাংলার জল’:
অদিতি মহসিনের কণ্ঠে ‘আমি কান পেতে রই’:
শ্যামা রহমানের কণ্ঠে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’:
অনিমা রায়ের কণ্ঠে ‘দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ-কাজে হে’:








