চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শুটিংয়ে নকল বন্দুক থেকে আসল গুলি, চিত্রগ্রাহকের মৃত্যু

নিউ মেক্সিকোতে সেট ফেলে চলছিলো হলিউড সিনেমা ‘রাস্ট’ এর শুটিং। অ্যাকশন দৃশ্য নিয়ে সবাই ছিলেন ভীষণ উত্তেজীত। ছবির প্রধান নায়ক ‘মিশন ইম্পসিবল’ খ্যাত অ্যালেক বল্ডউইন প্রপ গান (নকল বন্দুক) দিয়ে প্রতিপক্ষকের দিকে তাক করেছিলেন! এমন সময় ঘটলো মহা বিপত্তি!

নকল বন্দুকের ট্রিগার চাপতেই বেরিয়ে গেল গুলি! যা সোজা এই ছবির প্রধান চিত্রগ্রাহককে ঘায়েল করে। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় হলিউডের ৪২ বছর বয়সী উদীয়মান নারী চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনসের!মুহূর্তেই হুলস্থুল লেগে যায় শুটিং সেটে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন পরিচালক জোয়েল সৌজা।

জানা যায়, নিউ মেক্সিকোর হুয়ান রিওজ-এর সান্টাফে কাউন্টি অঞ্চলে বিশাল সেট ফেলে চলছিলো ‘রাস্ট’ সিনেমার দৃশ্য ধারণের কাজ। এই দুর্ঘটনার পর বন্ধ রয়েছে শুটিং।

বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে স্থানীয় পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কারও নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়নি।

‘রাস্ট’ সিনেমার শুটিং সেট

তদন্তকারীরা অফিসাররা সরেজমিনে তদন্ত চালাচ্ছেন ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছিল ওই ছবির সেটে। পাশাপাশি ঐসব অস্ত্র দেখভালের দায়িত্ব কাদের দেওয়া হয়েছিল সেই বিষয়েও খোঁজ চালাচ্ছেন তারা।

গুলিতে নিহত চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনসের জন্ম ইউক্রেনে। দেশটির রাজধানী কিভের একটি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় পড়াশোনা শেষ করেন তিনি। পরবর্তীতে আমেরিকার লস অ্যাঞ্জেলসে গিয়ে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেন।

২০১৯ সালে আমেরিকার সিনেমাটোগ্রাফার ম্যাগাজিন তার নামের আগে ‘উদীয়মান তারকা’ খেতাব জুড়ে দেয়।