মির্জা ফখরুল-আব্বাসের জামিন স্থগিত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন চেম্বার জজ আদালত। দুই নেতার জামিন নামা রোববার শুনানি না হওয়া পর্যন্ত আইনজীবীরা দাখিল করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন আদালত। জামিন স্থগিতের বিষয়ে আইন মন্ত্রণালয় কোন হস্তক্ষেপ করে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী।