এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। ভোট গ্রহণ শুরুর আগে অনুষ্ঠিত হয় বাফুফের সাধারণ সভা। সভায় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও। তবে সাধারণ সভায় পাশ হয়নি ২০২৫ সালের ৬১ কোটি টাকার বাজেট।
শনিবার সকালে বাফুফের সাধারণ সভায় ৬১ কোটি ৫২ লাখ ৮১ হাজার ২০ টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়। এর মধ্যে ঘাটতি দেখানো হয় ১৪ কোটি টাকা। উপস্থিত সদস্যরা সেই বাজেট পাশে সায় না দিয়ে নতুন সভা ডেকে পাশ করাতেই জোর দেন।
বাফুফের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ সভাপতি নির্বাচিত ইমরুল হাসান সভা শেষে বলেছেন, ‘আজ ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট উত্থাপিত হয়েছিল। সেখানে ৬১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাস হয়নি। ডেলিগেটরা এটি পরবর্তী কমিটিকে অনুমোদন নেয়ার জন্য রেফার করেছেন। নতুন কমিটিকে এজিএম বা ইজিএম করে বাজেট পাশ করতে হবে।’
এই সভার মধ্য দিয়ে শেষ হতে চলেছে কাজী সালাউদ্দিন বোর্ডের দীর্ঘ ১৬ বছরের অধ্যায়। সভা শেষেই শুরু হয় নির্বাচনের ভোট গ্রহণ।
২১ পদের জন্য ৪৬ জন প্রার্থী লড়ছেন জয়ের জন্য। নির্বাচনে ভোট দেবেন ১৩৩ জন কাউন্সিলর। এবার নির্বাচনে সভাপতি পদে লড়াই করছেন দুজন। দুবারের সহ-সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে লড়াইটা দিনাজপুরের ক্রীড়া সংগঠক মিজানুর রহমানের।
নির্বাচনে সিনিয়র সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নিবাচিত হয়েছেন ইমরুল হাসান। চারটি সহ-সভাপতি পদের জন্য ৬ জন এবং ১৫টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াই করছেন।








