এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শুরু হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’র শুটিং। কিছুদিনের মধ্যে আসবে প্রচারে। সম্প্রতি চূড়ান্ত হয়েছে তুমুল জনপ্রিয় এই সিরিয়ালটি চ্যানেল আই-এর পর্দায় দেখা যাবে। এ উপলক্ষ্যে দুদিন আগে চ্যানেল আইয়ের অফিসে এসে চুক্তি স্বাক্ষর করেন পরিচালক কাজল আরেফিন অমি।
অন্যান্য চরিত্রের মতো ‘ব্যাচেলর পয়েন্ট’র তুমুল চরিত্র হচ্ছে রোকেয়া, যিনি কাবিলার গার্লফ্রেন্ড। তবে রোকেয়া চরিত্রের বিশেষত্ব হচ্ছে, তাকে কখনও প্রকাশ্যে দেখা যায়নি। যখন রোকেয়ার প্রসঙ্গ এসেছে প্রতিবারই সে ফোনের ওপাশ থেকে কাবিলার সঙ্গে দুষ্টু মিষ্টি প্রেমে মজে থেকেছেন!

ফোনের ওপাশ থেকে কাবিলার শাসনে থাকে রোকেয়া। কিছু কিছু সময় তাকে সামনে দিগ্বিদিক হারায় কাবিলা। দর্শকরা এই রোকেয়াকে দেখতে চায়! কীভাবে এমন অদৃশ্য চরিত্র এতো জনপ্রিয় হলো? হাসিমুখে কৌশলে উত্তর দিলেন নির্মাতা অমি।
বললেন, রোকেয়াকে দেখা যাবে কিনা সেটা ‘সিজন ৫’ দেখলে বোঝা যাবে। আসলে রোকেয়াকে আমি নিজেও এখনও দেখিনি। আগে দেখি, তারপর না হয় দর্শক দেখবে। মানে রোকেয়া হিসেবে কাকে নেয়া যায় আরকি!
এই অদৃশ্য চরিত্রটি কীভাবে তৈরী হলো, সে বিষয়ে অমি বলেন,“মানুষ ঠেকে শেখে। আমিও শিখেছি। শুরুতে শুটিংয়ে কেউ কেউ লেটে আসতো। পলাশ (কাবিলা) আমার অ্যাসিস্টেন্ট ডিরেক্টর তাই ওকে সবার আগে আসতে হতো। অন্যরা লেটে আসায় বসে না থেকে ভাবতাম তাহলে পলাশকে দিয়ে আগে কীভাবে দু’মিনিটের সিন শুটিং করা যায়। ভেবে বের করি, কাবিলার একজন গার্লফ্রেন্ড থাকবে যে মেয়েটি নোয়াখালী থাকে, ঢাকায় আসবে না; শুধু ফোনে কথা বলবে। তখন কাবিলা-রোকেয়ার অংশটির শুটিং করতাম। সেই সময় কেউ বুঝিনি রোকেয়া পপুলার হবে, ‘সিজন ৫’ পর্যন্ত আসবে। এভাবে রোকেয়ার জন্ম।”
কাজল আরেফিন অমি বলেন, এখনও জানি না রোকেয়াকে সামনে কীভাবে দেখাবো। তবে অবশ্যই আমি দর্শকদের সামনে রোকেয়াকে আনবো।
‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালটি এতই জনপ্রিয় যে এর প্রতিটি চরিত্র কাবিলা, শিমুল, হাবু, পাশারা দর্শকদের কাছে প্রিয়। বিগত সিজনের তুলনায় এই চরিত্রগুলো কি নতুন সিজনে ম্যাচিউর হবে? উত্তরে অমি বলেন, সবাই কিছুটা ম্যাচিউর হয়েছে। কিন্তু মানুষ তার চরিত্রের বৈশিষ্ঠ্য সত্যিটা মুছে ফেলতে পারে না। হয়তো বা পারিপার্শ্বিক অনেক কিছু চেইঞ্জ হয় কিন্তু মানুষের ভিতরের একান্ত অনুভূতি বা ব্যক্তিসত্ত্বা থেকেই যায়।
‘ব্যাচেলর পয়েন্ট’ দর্শকদের কাছে এতটা প্রিয় যে বিগত ২৬ মাস দর্শক প্রতিনয়ত নির্মাতাকে নক করেছেন কবে আসবে ‘সিজন ৫’।
অমি বলেন, বিগত সাকসেসের কারণে নতুন সিজন এগিয়ে নেয়া কিছু চাপ তো আছে, আমি এটাকে ভালোবাসা চাপ হিসেবে দেখছি। এজন্য ২৬ মাস ধরে প্রস্তুতি নিয়েছি। দর্শক এত ভালোবাসা দিয়েছে এ কারণে আরও বড় পরিসরে এবং সুন্দর পরিসরে তাদের কাছে নতুন সিজন পৌঁছে দেয়ার চেষ্টা করছি। ঠিক এ কারণে এতটা সময় নিয়েছি। নইলে তো ৫ মাস পরেই আবার নতুন সিজন শুরু করে দিতাম।








