বিশ্বজুড়ে আলোড়ন তোলা শিশুদের জনপ্রিয় গান ‘বেবি শার্ক’ নিয়ে কপিরাইট লঙ্ঘন বা নকলের অভিযোগ নাকচ করে দিয়েছে সাউথ কোরিয়ার সুপ্রিম কোর্ট। ছয় বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর আদালতের রায়ে প্রমাণিত হলো, গানটি মার্কিন সুরকার জনাথন রাইট-এর কপিরাইট লঙ্ঘন করেনি সাউথ কোরিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান পিংকফং।
আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সাউথ কোরিয়ার সর্বোচ্চ আদালত তাদের রায়ে পূর্ববর্তী দুইটি নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখে, যেখানে পিংকফংয়ের পক্ষে রায় দেওয়া হয়েছিল। আদালত জানায়, পিংকফংয়ের ‘বেবি শার্ক’ গানটিও একটি লোকগীতির নতুন উপস্থাপন এবং এটি জনস্বত্বাধিকারভুক্ত গানের একটি অনুমোদিত রূপান্তর মাত্র।
এর আগে, যুক্তরাষ্ট্রের সুরকার জনাথন রাইট দাবি করেছিলেন, ২০১১ সালে তিনি শিশুদের একটি লোকসংগীতের ওপর ভিত্তি করে একটি সংস্করণ রেকর্ড করেন এবং সেই সংস্করণের কপিরাইট তার নিজের। তবে পিংকফং ২০১৬ সালে ‘বেবি শার্ক’ নামে যে সংস্করণ প্রকাশ করে, তা জনাথনের গান থেকে অনুলিপি করা হয়েছে বলে তার অভিযোগ।
‘বেবি শার্ক’ ২০১৬ সালে ইউটিউবে প্রকাশের পর শিশুদের মাঝে তুমুল জনপ্রিয়তা পায়। সহজ হাতের ইশারা ও নৃত্যভঙ্গি যুক্ত করে ভিডিওটি আরও আকর্ষণীয় করে তোলে পিংকফং। ২০২০ সালের নভেম্বরে এটি ইউটিউবের সর্বকালের সবচেয়ে বেশি দেখা ভিডিওতে পরিণত হয়। পরে, এটি প্রথম ইউটিউব ভিডিও হিসেবে ১০ বিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়।







