সমাজমাধ্যমে বরাবরই বেশ সক্রিয় বলিউডের বরেণ্য অভিনেতা ইরফান খান পুত্র বাবিল খান। এর মধ্যেই ইরফান খানের পুত্রের বহু অনুরাগীও তৈরি হয়েছে। প্রায়ই নিজের জীবন থেকে নানা অংশ সমাজমাধ্যমে ভাগ করে নেন অভিনেতা।
এবার প্রেমের সম্পর্ক নিয়ে পোস্ট করলেন বাবিল। পোস্টটি নিয়ে এর মধ্যেই নেটাগরিকদের মধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
এক তরুণীর সঙ্গে এক ঝাঁক ছবি শেয়ার করেছেন বাবিল। মন ভাঙা এবং সম্পর্ক থেকে বেরিয়ে গেলে কীভাবে জীবনে এগোতে হয়, তা নিয়ে লিখেছেন তিনি। অনুরাগীরা সেই পোস্ট দেখে কিছুটা অবাকই হয়েছেন। কারণ, কেউ জানেন না বাবিলের জীবনে ঠিক কী চলছে।
ছবিতেই স্পষ্ট, সেই রহস্যময়ী তরুণীর সঙ্গে বাবিলের ঘনিষ্ঠ সম্পর্ক। যার ক্যাপশনে তিনি লিখছেন, ‘‘সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া মানে, যা কিছু ছিল, তা লুকিয়ে রাখা নয়। বাস্তবে আমরা যাদের ভালবাসি তাদের কখনওই সম্পূর্ণ ভুলে যেতে পারি না। তারা আমাদের জীবনের একটা অংশ হয়ে যায়।’’
এই পোস্ট দেখে নেটাগরিকরা মনে করছেন, মন ভেঙেছে বাবিল খানের। ইরফান-পুত্র আরও লিখছেন, ‘‘তুমি হাসলে যেমন শব্দ হত, সেটা আমার মনে পড়ে। তোমার নিঃশ্বাস নেওয়াও মনে পড়ে।’’
বলিউডে বেশ কিছু ভালো কাজ করেছেন বাবিল খান। যার ভেতর ‘কলা’ ও ‘দ্য রেলওয়ে ম্যান’ উল্লেখযোগ্য।-ইন্ডিয়ান এক্সপ্রেস







