এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চলতি মাসের প্রথম দিকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কান্নায় ভেঙে পড়েন প্রয়াত অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান। প্রয়াত অভিনেতা ইরফান খানের সন্তানকে এইভাবে কাঁদতে দেখে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে মানুষের মনে। সবকিছু ঠিক আছে তো? বাবিলের এই কান্না দেখে অনেকে সুশান্তের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা টেনে আনেন।
বলিউডের একাংশের কথা টেনে এনে বাবিল বলিউডকে ‘অন্ধকারময় একটি জগত’ বলে বর্ণনা করেন। যদিও পড়ে দাবি করা হয়, অভিনেতা পুত্র মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন তাই তড়িঘড়ি ভিডিওটি পোস্ট করে ফেলেছিলেন। পরে ভিডিওটি ডিলিট করে দেওয়া হলেও ততক্ষণে সেটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
তবে এবার বাবিল যা বললেন, তাতে এটা স্পষ্ট যে তিনি আপাতত কাজের মধ্যে থাকতে চাইছেন না। বলিউডের চাকচিক্য থেকে নিজেকে দূরে রাখার জন্যই চলতি প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ইরফান পুত্র। সর্বশেষ পরিচালকের উদ্দেশ্যেও দিলেন কিছু বার্তা।
শনিবার (১৭ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে বাবিল জানান, বর্তমানে তিনি দক্ষিণী পরিচালক সাই রাজেশের প্রজেক্টে কাজ করছিলেন। তবে মানসিক উদ্বেগের কারণে আপাতত তিনি মুম্বাই ফিরে এসেছেন। আপাতত কিছুটা বিশ্রামের প্রয়োজন তাই কাজ থেকে ছুটি নিয়েছেন তিনি।
বাবিলের পোস্ট করার পরেই রাজেশ দাবি জানান, তিনি বাবিলকে যথেষ্ট সাহায্য করেছেন কাজের ক্ষেত্রে। এর আগেও দুটি প্রজেক্টে তারা একসঙ্গে কাজ করেছেন এবং সফলভাবে কাজ করেছেন তারা। রাজেশের কথার সম্মতি জানিয়ে বাবিলও জানান, পরিচালক সত্যি তাকে প্রতি পদে সাহায্য করেছেন।
পরিচালককে কৃতজ্ঞতা জানিয়ে বাবিল লেখেন, ‘খুবই বেদনার সঙ্গে জানাচ্ছি, আমি এবং সাই রাজেশ স্যার একটি দুর্দান্ত প্রজেক্টে কাজ করছিলাম কিন্তু সেটি বাস্তবায়িত হল না। এই মুহূর্তে আমার বিশ্রাম প্রয়োজন। তবে রাজেশ স্যার এবং গোটা টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। খুব শিগগিরি আমাদের দেখা হবে। আবার আমরা নতুন কোন প্রজেক্টে এক সঙ্গে কাজ করব। আমি জানি আমাদের মধ্যে যে ভালোবাসা আছে তা কখনও কম হবে না।’








