এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মেজাজ হারান বাবর আজম। আউট হওয়ার পরে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত হানেন। তাতেই শাস্তি পেলেন পাকিস্তান তারকা বাবর আজম। আইসিসির আচরণবিধির ২.২ ধারায় বাবরকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দেয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
লেভেল-১ কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বাবরের বিপক্ষে। এই অপরাধের সর্বনিম্ন শাস্তি তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হতে পারে। সাথে এক বা দুই ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে। দুই বছরের মধ্যে বাবরের প্রথম ডিমেরিট পয়েন্ট এটি। ফলে এখনই নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই।
ঘটনার সূত্রপাত পাকিস্তানের ইনিংসের ২১তম ওভারে। আউট হয়ে মাঠ ছাড়ার আগে ক্ষোভে স্টাম্পে ব্যাট ছুঁড়ে মেরেছিলেন তিনি। বাবর আজম তার বিরুদ্ধে চতুর্থ আম্পায়ারের আনা অভিযোগ মেনে নিয়েছেন। যার জন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।








