বাংলাদেশের সাফ কথা, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। নিরাপত্তা ঝুঁকিতে দেশটিতে না যাওয়ার কারণ দেখিয়ে বেশ কয়েকবার আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি, ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাতে ভেন্যু বদলায়নি। বাংলাদেশ ভারতে না যাওয়ার বিষয়ে অনড়, সেটিকে কেন্দ্র করে আয়োজকদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন বললেন, বাংলাদেশ না আসলে তাদেরই ক্ষতি।
ভারতের সাবেক ব্যাটার বলেছেন, ‘যদি তারা না আসে, তাহলে এটা তাদের ক্ষতি। তারা আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ করতে পারে না। অনেক আন্তর্জাতিক ম্যাচ চলছে, এবং কোন দল অভিযোগ করেনি। যদি তারা না আসে, তাহলে এটা তাদের এবং তাদের খেলোয়াড়দের ক্ষতি হবে। আমাদের দেশ খুবই নিরাপদ।’
‘সব দলই খেলছে। নিউজিল্যান্ড বর্তমানে ভারতে খেলছে, এবং সাউথ আফ্রিকা মাত্র কয়েকদিন আগে খেলেছে। বিশ্বকাপের ম্যাচগুলো এখানে-সেখানে বদলানো যাবে না। যেহেতু ম্যাচগুলো আগে থেকেই নির্ধারিত, তাই বদলানো খুব কঠিন।’
কদিন আগে আইসিসি প্রতিনিধিদলের সাথে বৈঠকে বসেছিল বিসিবি। সমাধান মেলেনি। বিসিবির শ্রীলঙ্কায় খেলতে চাওয়ার প্রস্তাব নাকোচ করে দিয়েছে আইসিসি।








