চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আওয়ামী লীগ গণতন্ত্র ও জনগণকে ভয় পায়: মঈন খান

মানিকগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও জনগণকে ভয় পায়, অন্য কিছুকে না। এ কারণে তারা সুষ্ঠ ও নিরোপেক্ষ নির্বাচন দেয় না।

তিনি বলেন, আওয়ামী লীগ মুখে বলে, দেশের উন্নয়ন করেছি। তারা যদি উন্নয়ন করে থাকে, তাহলে নিরোপেক্ষ নির্দেলীয় নির্বাচন হলে তো মানুষ তাদের পাগল হয়ে ভোট দিবে। তাহলে আওয়ামী লীগ ভয় পায় কেন, কিসের ভয়। আসলে আওয়ামী লীগ গণতন্ত্র ও জনগণকে ভয় পায় অন্য কিছুকে ভয় পায় না। এ কারণে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয় না, মুখে যাই বলুক।

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় বিএনপির দশ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবীরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।