রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার শহীদ ফারুক সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক নিহত হয়েছেন।
তিনি ৫০ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিটের সভাপতি ছিলেন। একই ঘটনায় রুবেল নামে একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৮টায় গুরুতর আহত অবস্থায় আবু বক্করকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, জেনারেটরের লাইন নিয়ে গতকাল কয়েকজনের সাথে বাকবিতন্ডা হয়েছিলো। সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত আবু বক্করকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।







