ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাত্র ৬.৫ ওভারে ম্যাচ জিতেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৮ উইকেট ও ২৫৯ বল হাতে রেখে জয়ের মাধ্যমে রেকর্ড গড়েছে দলটি। ক্যানবেরায় খেলা তৃতীয় ওয়ানডে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে ছোট ম্যাচ। সবমিলিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সংক্ষিপ্ত ম্যাচের তালিকায় ষষ্ঠ স্থান দখল করেছে এটি।
ক্যানবেরার মানুকা ওভালে দিবা-রাত্রির ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নেমেছিল অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ব্যাটে নেমে শাই হোপের দল ২৪.১ ওভার খেলে ৮৬ রানে অলআউট হয়।
জবাবে নেমে মাত্র ৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে অজিরা। ২১ বর্ষী ডানহাতি ওপেনার জেইক ফ্রেজার-ম্যাগার্কের ১৮ বলে ৪১ রানের এবং জশ ইংলিশের অপরাজিত ১৬ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। উইন্ডিজের দুই পেসার আলঝারি জোসেফ এবং ওশান থমাস নেন একটি করে উইকেট।
২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন জাভিয়ের বার্টলেট। এ সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হওয়া ২৫ বর্ষী এ পেসার ওই ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। মোট ৮ উইকেট নিয়ে সিরিজসেরাও হয়েছেন তিনি।

এর আগে ব্যাটে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা অজি বোলারদের সামনে দাড়াতেই পারেননি। দলের মাত্র তিন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেন এবং তাদের থেকে সবমিলিয়ে রান আসে ৫৪। বাকি আট ব্যাটার মিলে দলের স্কোরকার্ডে যোগ করেন ১৯ রান। বাকি ১৩ রান আসে অতিরিক্ত থেকে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার অলিক অ্যাথানজে। এছাড়া স্পিনার রোস্টন চেজ ১২ এবং কেসি কার্টির ব্যাট থেকে আসে ১০ রান। অজি পেসার বার্টলেট নেন ৪ উইকেট। এছাড়া অভিষিক্ত ল্যান্স মরিস এবং অ্যাডাম জাম্পা নেন ২টি করে উইকেট।







