এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়েছেন অ্যালেনা কিং। বিশ্বকাপে প্রথম নারী বোলার হিসেবে ৭ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন। তার রেকর্ড গড়ার দিনে সাউথ আফ্রিকাকে শতরানের আগেই গুটিয়ে দিয়ে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
ইন্দোরে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় তাহলিয়া ম্যাকগ্রেথ। ২৪ ওভারে ৯৭ রানে গুটিয়ে পড়ে লরা উলভার্টের দল। জবাবে নেমে ১৯৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে অজিরা।
আগে ব্যাটে নামা প্রোটিয়াদের ওপেনিং জুটিতে আসে ৩২ রান। লরা করেছেন ২৬ বলে ৩১ রান। আরেক ওপেনার তাজমিন ব্রিটস করেন ১৯ বলে ৬ রান। এছাড়া সিনালো জাফতা ১৭ বলে ২৯ রান এবং নাদিন ডি ক্লার্ক ২৩ বলে ১৪ রান করেন।
অজিদের হয়ে তৃতীয় , বিশ্বের ষষ্ঠ বোলার এবং বিশ্বকাপের মঞ্চে প্রথম বোলার হিসেবে মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ ৭ উইকেট কীর্তি গড়েন অ্যালেনা কিং। তার পাশাপাশি একটি করে উইকেট নেন মেগান শুট, কিম গ্রাথ এবং অ্যাশলে গার্ডনার।

লক্ষ্যতাড়ায় নেমে দলীয় ৬ রানে ফেরেন ওপেনার ফোবি লিচফিল্ড। ১২ বলে ৫ রান করেন। ১১ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। অ্যালিস পেরি ৬ বল খেলে কোন রান করতে পারেননি। ৮৭ রানে বেথ মুনি ফিরে যান ৬টি চারে ৪১ বলে ৪২ রান করে। পরে অ্যানাবেল সাদারল্যান্ডকে নিয়ে জয় নিশ্চিত করেন জর্জিয়া ভোল। ৭টি চারে ৩৮ বলে অপরাজিত ৩৮ রান করেন জর্জিয়া, সাদারল্যান্ড করেন ১০ রান।
প্রোটিয়াদের হয়ে নাদিন ডি ক্লার্ক, মারিজানে ক্যাপ ও মাসাবাতা ক্লাস ১টি করে উইকেট নেন।
গ্রুপ র্বে এটি ছিল দু দলের শেষ ম্যাচে। ৭টি করে ম্যাচ খেলে ১৩ পয়েন্টে নিয়ে অস্ট্রেলিয়া টেবিলের শীর্ষে এবং ১৩ পয়েন্টে নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ করল আফ্রিকা।







