তাসমান পাড়ের দুই প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড টি-টুয়েন্টির পর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামবে আগামীকাল। ওয়েলিংটনের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে উসমান খাজার সঙ্গী থাকছেন স্টিভেন স্মিথ।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স নিশ্চিত করেছেন ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা একাদশ মাঠে নামবে। দলে কোনো পরিবর্তন আসছে না। তবে নিউজিল্যান্ড দলে একটি পরিবর্তন বাধ্যতামূলক হয়ে পড়েছে, বাদ পড়ছেন ওপেনার ডেভন কনওয়ে।
আঙুলের চোটের কারণে অজিদের বিপক্ষে ছিটকে গেছেন এ বাঁহাতি ওপেনার। শুক্রবার অকল্যান্ডে সফরকারীদের সঙ্গে দ্বিতীয় টি-টুয়েন্টিতে উইকেটরক্ষক থাকা অবস্থায় তার বাঁ হাতের বৃদ্ধা আঙুলে ব্যথা পান। প্রাথমিক স্ক্যানে চিড় ধরা না পড়লেও ওই ম্যাচে তিনি আর গ্লাভস হাতে নামেননি এবং ব্যাটিংও করেননি। পরে আঙুলের চোট গুরুতর বলা হয়েছে।
প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার সেরা একাদশ: স্টিভেন স্মিথ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, ক্যামেরুন গ্রিন, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।








