সেমিফাইনালে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচটি অব্যবহৃত উইকেটে খেলার কথা থাকলেও ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি হয়েছিল ব্যবহৃত পিচে। এ নিয়ে আলোচনাও কম হয়নি। তবে ফাইনাল ম্যাচটি ব্যবহৃত পিচেই হতে চলেছে। এমনটাই জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
আহমেদাবাদে এক লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার রোহিত শর্মার দলের বিপক্ষে নামবে কামিন্স বাহিনী। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
গ্রুপ পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচটিও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়েছিল। এবার সেই ম্যাচের পিচেই হতে চলেছে শিরোপা নির্ধারণী ম্যাচ। এ প্রসঙ্গে কামিন্স বলেন, ‘এটা স্পষ্ট যে দুই দলই একই পিচে খেলবে। তবে ভারতের নিজ দেশের উইকেট সম্পর্কে ভালো ধারণার থাকার কথা, যেখানে তারা সবসময় খেলে। কিন্তু আমরাও এখানে অনেক ক্রিকেট খেলেছি। তাই পিচ নিয়ে খুব বেশি ভাবছি না।’
‘এইমাত্র পিচটা দেখলাম। আমি খুব ভালো পিচ পড়তে পারি না। তবে দেখে বেশ শক্ত মনে হচ্ছে। মাঠকর্মীরা পিচে পানি দিয়েছেন। হাতে আরও ২৪ ঘণ্টা আছে। তারপর দেখা যাক কী হয়। দেখে বেশ ভালো পিচ মনে হচ্ছে। তবে হ্যাঁ, এই পিচটা আগে ব্যবহৃত হয়েছিল। পাকিস্তান একটা ম্যাচ এই পিচে খেলেছিল।’
লিগপর্বের ম্যাচটিতে পাকিস্তানকে ১৯১ রানে অলআউট করেছিল ভারত। ১১৭ বল বাকি থাকতে সাত উইকেটে জয় তুলেছিল টিম ইন্ডিয়া। উইকেটে কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে স্পিনাররা। তবে ভারত-পাকিস্তান ম্যাচে পিচে একেবারেই টার্ন ছিল না।







