বিশ্বকাপে অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকার নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪৯ তম ওভারে ডেভিড মিলারের ক্যাচ ছাড়েন পেসার মিচেল স্টার্ক। বল প্রথমে হাতে থাকলেও স্টার্ক শরীর নিয়ন্ত্রণের চেষ্টায় বেশ সময় নেয়ার পর বলটি মাটিতে পড়ে যায়। এ ক্যাচ দেখে ২০২৩ সালে অ্যাশেজে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত ক্যাচটি কেন বাতিল করা হয়েছিল সেই ব্যাখ্যা করেছেন মেরিলিবোন ক্রিকেট ক্লাবের হেড অব ক্রিকেট ফ্রেসার স্টুয়ার্ট।
মেরিলিবোন ক্রিকেট ক্লাব প্রধান স্টুয়ার্ট সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘স্টার্কের ধরা লর্ডসের ওই ক্যাচটি নটআউট দেয়ার সিদ্ধান্ত কেন সঠিক ছিল তা এ ক্যাচটি দেখিয়ে দিয়েছে। হাতের তালু উপরের দিকে মুখ করে বল ধরে রাখা কঠিন। তিনি এটি করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার কনুই মাটিতে পড়ায় ঝাকুনিতে তা করতে পারেননি। এরপর তিনি ম্যাকগ্রাকে ট্যাগ করেন, ঠিক আছে?’
লর্ডসে ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেটের এমন একটি ক্যাচ ধরেছিলেন স্টার্ক। বল উপর থেকে ধরলেও শরীর নিয়ন্ত্রণে বল মাটিতে স্পর্শ করে। অজিরা উইকেটের আনন্দে মেতে উঠলেও টিভি আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দেন। হতাশা প্রকাশ করেন অধিনায়ক প্যাট কামিন্স, সিদ্ধান্ত মানতে অনীহাও দেখা যায় অজিদের। সিদ্ধান্তটি নিয়ে সমালোচনা করেন গ্লেন ম্যাকগ্রার মত সাবেকরা।








