এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। চলতি আসরেও টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে দলটি। ফোবি লিচফিল্ডের সেঞ্চুরিতে স্বাগতিকদের সামনে ৩৩৯ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে অ্যালিসা হিলির দল।
নাভি মুম্বাইয়েল ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ৪৯.৫ ওভারে ৩৩৮ রান তুলে থামে তারা।
অজি ওপেনার লিচফিল্ড ১৭ চার ও ৩ ছক্কায় ৯৩ বলে ১১৯ রান করেছেন। ৬ চার ও ২ ছক্কায় এলিস পেরি ৮৮ বলে ৭৭ রান করেন। ৪টি করে চার ও ছক্কায় ৪৫ বলে ৬৫ রান করেন অ্যাশলে গার্ডনার। এছাড়া বেথ মুনি ২৪ রান এবং কিম গ্রেথ ১৭ রান করেন।
ভারত বোলারদের মধ্যে শ্রী চরণি ও দিপ্তী শর্মা ২টি করে উইকেট নেন।







