এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মেয়েদের অ্যাশেজ ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে ইংলিশ মেয়েরা। তিন ম্যাচের সিরিজ ৩-০তে জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান অ্যাশলে গার্ডনার। ওয়ানডে দিয়ে শুরু হয়েছে সিরিজটি।
সিরিজের শেষ ম্যাচে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ৪২.২ ওভারে সব উইকেট হারিয়ে ২২২ রান তুলতে পারে ইংল্যান্ড। ৮৬ রানে জয় পায় অস্ট্রেলিয়া।
দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে রাখা অস্ট্রেলিয়া তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দুই ওপেনার বড় রান না পেলেও পঞ্চম উইকেটে হাল ধরে বেথ মুনি ও গার্ডনার। মুনি ফিফটির পর আর ক্রিজে থাকতে পারেননি।
মুনির আউটের পর তাহলিয়া ম্যাকগ্রার সাথে আরও বড় একটি জুটি গড়েন গার্ডনার। ম্যাকগ্রা ফিফটি করে আউট হন, সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি ২৭ বর্ষী ম্যাকগ্রা। জর্জিয়া ওয়ারহেম ৩৮ রানে অপরাজিত থাকলে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রান পোঁছায় অজিরা। ইংল্যান্ডের লরেন বেল, লরেন ফিলার ও ন্যাটসিভার ব্রান্ট ২টি করে উইকেট নেন।

৩০৯ রানের লক্ষ্যে ব্যাটে নেমে দুইশর কিছু বেশি রান করে হেদার নাইটের দল। ইংল্যান্ড অলআইট হয় ২২২ রানে। অলরাউন্ডিং পারফরম্যান্স করেন সিভার ব্রান্ট, বল হাতে দুই উইকেটের পর ব্যাট হাতে দলের সর্বোচ্চ ৬১ করেন।
ইংলিশ ওপেনার টামি বেমাউন্ট দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান করে বোল্ড হন। ড্যানি ওয়েট ও এমি জোনসের থেকে ৩৫ ও ৩০ রানের দুটি ইনিংস আসে। অজিরা ৮৬ রানের জয়ে ৩-০তে সিরিজ জেতে।
অজিদের স্পিনার অ্যালানা কিং ৪৬ রানে ৫ উইকেট শিকার করেন। মেগান স্যুট ৩টি ও জর্জিয়া ওয়ারহেম ২ উইকেট নেন।







