করোনা ইস্যুতে কতটা সোচ্চার অস্ট্রেলিয়া নোভাক জোকোভিচ ইস্যুতে দেখেছিল গোটা বিশ্ব। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন না খেলেই আসর থেকে বিদায় নিতে হয়েছিল ৩৫ বর্ষী সার্বিয়ান টেনিস তারকাকে। তবে কমনওয়েলথ গেমসের ফাইনালে ভারতের বিপক্ষে এক ভিন্ন অস্ট্রেলিয়াকে দেখল ক্রিকেট বিশ্ব। করোনা আক্রান্ত তাহলিয়া ম্যাকগ্রাকে মাঠে নামিয়ে বিতর্কের জন্ম দিয়েছে অজিরা।
কমনওয়েলথ গেমসের ফাইনালে সোনা জয়ের মিশনে ভারতীয় মেয়েদের ৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে সেখানে প্রশ্নবিদ্ধ হয়েছে করোনা আক্রান্ত জেনেও ম্যাকগ্রাকে খেলানো।
কমনওয়েলথ গেমসের নতুন নিয়মে করোনা আক্রান্ত খেলোয়াড়ের মাঠে নামতে কোনো বিধি নিষেধ রাখেনি আয়োজকরা। সে কারণে করোনা আক্রান্তের কথা জেনেও অজিরা মাঠে নামায় ম্যাকগ্রাকে। তবে দলে পর্যাপ্ত খেলোয়াড় থাকা সত্ত্বেও করোনা আক্রান্ত এমন একজনকে একাদশে রাখাকে অজিদের দ্বিমুখী নীতি বলছেন ক্রিকেট ভক্তরা।
ম্যাচ শুরুর আগে অজিদের জাতীয় সঙ্গীত চলাকালীন লাইনে ছিলেন না ম্যাকগ্রা। কিছুটা দূরত্ব বজায় রাখছিলেন। ম্যাক্স পরে ব্যাট করতে নামেন ৪ নম্বরে। ৪ বলে ২ রান আসে তার ব্যাট থেকে। এরপর ফিল্ডিংয়ে নেমেও দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছেন। দুই ওভার হাত ঘুরিয়েছেন এমনকি নিয়েছেন একটি ক্যাচও। তবে উইকেট উদযাপনের সময় দূরত্ব ভুলে সতীর্থদের সাথে উদযাপন করতে দেখা গেছে। সতীর্থরাও পারেননি দূরত্ব বজায় রাখতে। জয়ের পর মেগান শুট জানিয়েছেন সেই অভিজ্ঞতার কথা।

‘এটা খুব অদ্ভুত ছিল। আমরা সমস্যায় পড়তে চাইনি। ম্যাকগ্রার জন্য আমাদের খারাপ লাগছিল। শেষে সিদ্ধান্ত হল আমাদেরও যদি করোনা হয় তবে তাই হোক।’
অস্ট্রেলিয়ান দল যা করেছে তা পুরোপুরি আইনি, তবে কদিন আগেই অজিদের করোনা ইস্যুতে এমন বাড়াবাড়ি নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়।
এক ভারতীয় ক্রীড়া প্রতিবেদক নবীন শর্মা টুইটে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ানরা সবসময় কোনটি সঠিক আর কোনটি ভুল সেটি প্রচার করে। কিন্তু যখন তাদের কথা আসে তখন সবকিছু ভুলে যায়।’
অন্য একজন ক্রিকেট সমর্থক লিখেছেন, ‘এটি অদ্ভুত। একটি ইতিবাচক পরীক্ষা আপনাদের বিতর্ক থেকে দূরে রাখত। ভারত যদি স্বাস্থ্যগত কারণে অংশ নিতে অস্বীকার করত তবে কি হত?’
অন্য একজন জোকোভিচ কাণ্ড টেনে অস্ট্রেলিয়ার দ্বৈত নীতির কথা মনে করিয়ে দিয়েছেন, ‘তারা টিকা না নেয়ায় জোকোভিচকে অস্ট্রেলিয়ান ওপেনে খেলা থেকে বাদ দিতে পারে। তবে নিজের দলের একজন কোভিড পজিটিভ ব্যক্তিকে ক্রিকেট খেলতে দেয়।’