অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের ত্বকে ক্যান্সার কোষ মিলেছে। সম্প্রতি নাকের ক্যান্সারের অস্ত্রোপচারও করিয়েছেন ৪৪ বর্ষী তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি।
ক্লার্ক লিখেছেন, ‘স্কিন ক্যান্সারের সত্যিই অস্তিত্ব আছে। বিশেষত অস্ট্রেলিয়ায়। আমার নাক থেকে আজ আরেকটি কেটে ফেলা হয়েছে। আপনার ত্বক পরীক্ষা করার জন্য স্মরণ করিয়ে দিচ্ছি। প্রতিরোধ সেরে যাওয়া থেকে ভালো, কিন্তু আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা করানো ও চিহ্নিত করা মূল ব্যাপার।’
‘আরেকটি দিন, আরেকটি ক্যান্সার সরিয়ে ফেলা হল আমার মুখ থেকে। তরুণরা নিশ্চিত করুন যে, সূর্যের আলো থেকে আপনারা নিজেদের রক্ষা করছেন। আমি একজন বাবা, আমি কোথাও যেতে চাই না। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, আমার সাত বছরের মেয়েকে সাহায্য করছি এবং ধারণা করছি ভালো একটি উদাহরণ তৈরি করতে পেরেছি।’
ক্লার্কের প্রথম ত্বকের ক্যান্সার ধরা পড়ে ২০০৬ সালে। ২০১৯ সালে তার তিনটি নন-মেলানোমা ক্ষত ধরা পড়ে। তারপর থেকে মানুষকে সূর্যের আলোয় নিজেদের আরও বেশি যত্নবান হওয়ার আহ্বান জানানো শুরু করেন।
১১৫ টেস্ট খেলা ক্লার্ক ২০১৫ সালে অ্যাশেজে ভরাডুরিব পর সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানান। একই বছর তার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।







