চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ডাবলের খুব কাছে খাজা, করোনা নিয়েই ব্যাট করছেন রেনশ

অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা সিরিজের তৃতীয় টেস্টে প্রথম দুদিনে খেলা হয়েছে কেবল ১৩১ ওভার। ওপেনিংয়ে নামা অজি তারকা উসমান খাজা টানা দুদিন ব্যাট করে ডাবল সেঞ্চুরি থেকে আছেন ৫ রান দূরে, তিনি একাই ব্যাট করেছেন প্রায় ৬২ ওভার। ক্যারিয়ারের প্রথম ডাবলের অপেক্ষায় তিনি ১৯৫ রানে অপরাজিত আছেন।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করা অস্ট্রেলিয়ার ৪ উইকেটে ৪৭৫ রানে পৌঁছেছে। সাউথ আফ্রিকা বোলিংয়ে তেমন সুবিধা করতে পারেনি। দুদিনে অজিদের অর্ধেক উইকেটও তুলতে পারেনি।

প্রথমদিনে অবশ্য আলোকস্বল্পতায় খেলা হয়েছিল মাত্র ৪৭ ওভার। খাজা ১৪৭ বলে অপরাজিত ছিলেন ৫৪ রানে। এসময় টেস্টে তার চার হাজার রানও পূর্ণ হয়।

দ্বিতীয় দিনে নেমে বাঁহাতি ব্যাটার তুলে নেন ক্যারিয়ারের ১৩তম শতক। স্টিভেন স্মিথের সাথে গড়ে তোলেন ২০৯ রানের বড় জুটি। স্মিথ সেঞ্চুরি করে ১০৪ রানে আউট হন।

পাঁচ বছর পর দলে ডাক পাওয়া ম্যাট রেনশ কোভিড পজিটিভ হলেও ব্যাট করতে নেমেছিলেন। খাজার সাথে তিনি ৫ রানে অপরাজিত আছেন। ম্যাচের দিন সকালে রেনশ পজিটিভ হওয়ার সংবাদ পান।