সম্প্রতি মিয়ানমার স্থানীয় একটি টেলিভিশন সম্প্রচারে বলা হয়েছে, দেশটির ক্ষমতাচ্যুত এবং দীর্ঘদিন কারাবন্দি থাকা নেত্রী রাষ্ট্রীয় প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান অং সান সুচিকে ক্ষমা করেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ (১ আগস্ট) মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, দেশটির বৌদ্ধ লেন্ট উদযাপনকে সামনে রেখে ৭,০০০ এরও বেশি বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে মিয়ানমার জান্তা সরকার। এই সাধারণ ক্ষমার অংশ হিসেবে ক্ষমা পেয়েছেন নেত্রী অং সান সুচি।
মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সুচি, ২০২১ সালে দেশটিতে ঘটে যাওয়া সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বন্দী অবস্থায় ছিলেন।








