রাজধানীর আদাবরে একটি বাসায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ব্যক্তির নাম হলো মাইনুদ্দিন (২৯)। তিনি একজন রিকশা চালক।
গতকাল শনিবার রাতে পরিবারের অভিযোগের ভিত্তিতে আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রাত ১২ টায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, আদাবরের পাশাপাশি বাসায় থাকে দুটি পরিবার। গ্রেপ্তার মাইনুদ্দিন পেশায় একজন রিকশা চালক।
শিশুটির পরিবার অভিযোগ করেছে, পাঁচ বছর বয়সী ওই শিশুটিকে ফুসলিয়ে অভিযুক্ত তার বাসায় নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টা করে।
এতে শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় খবর দিলে আসামিকে আটক করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির বাবা আদাবর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলাও করেছেন। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।
ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, আসামি মাইনুদ্দিন আমাদের একই এলাকার বাসিন্দা। গত ২১ মার্চ বিকেলে ৪টার দিকে আমার পাঁচ বছরের মেয়েকে ফুসলিয়ে মাইনুদ্দিন তার বাসায় নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে। তবে মেয়েটি কান্নাকাটি করলে আসামি মাইনুদ্দিন ছেড়ে দেয়। তখন মেয়েটি কান্না করতে করতে বাসায় ফিরে আসে।
তিনি বলেন, ২২ মার্চ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মাইনুদ্দিন আমাদের বাসার সামনে এলে মেয়েটি তাকে দেখে কান্নাকাটি শুরু করে। তখন আমি ও আমার স্ত্রীর কাছে মেয়েটি ঘটনা জানায়।
এরপর সেখানে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত মাইনুদ্দিন অসংলগ্ন কথা বলতে থাকেন। তখন তাকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।








