পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে জনসাধারণকে উস্কানি দেওয়ার অভিযোগে টঙ্গী থানা পুলিশের হাতে গ্রেপ্তার আতাউর রহমান বিক্রমপুরীকে তিন মাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এই আটকাদেশ দেওয়া হয়। আদেশ অনুযায়ী, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ক্ষমতা আইনের আওতায় তাকে আটক রাখা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, আতাউর রহমান বিক্রমপুরীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা সৃষ্টি, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয় বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।
আটকাদেশ কার্যকর হওয়ার পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।








