কর্ণফুলী নদীতে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজার নামাজ হয়েছে ঢাকা সেনানিবাসের বিএএফ বেস বাশারে। সে সময় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখান থেকে দাফনের জন্য মরদেহ মানিকগঞ্জের সাটুরিয়ার গোপালপুর গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে তাঁর প্রথম জানাজার নামাজ হয়। স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ বৃহস্পতিবার প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মারা যান।







