এশিয়ান গেমসে ছেলেদের কাবাডি ইভেন্টে জাপানকে উড়িয়ে দারুণভাবেই টুর্নামেন্টে শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখতে পারেননি অধিনায়ক তুহিন তরফদারের দল। ৫৫-১৮ ব্যবধানে হার নিয়ে লাল-সবুজরা টার্ফ ছাড়ে।
চীনের হ্যাংজুর জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টারে বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধ থেকে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে ভারত। তুহিনরা ম্যাচের প্রথমার্ধেই ২৪-৯ পয়েন্টে পিছিয়ে পড়ে। ম্যাচে চারটি লোনা আদায় করে ভারত। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ ৯ পয়েন্ট আদায় করতে সক্ষম হয়।
কাবাডির ছেলেদের ইভেন্টে ‘এ’ গ্রুপে খেলছে বাংলাদেশ। গ্রুপে অন্য দেশগুলো হল- ভারত, চাইনিজ তাইপে, থাইল্যান্ড এবং জাপান। পরের ম্যাচে বুধবার চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।
চাইনিজ তাইপেকে হারাতে পারলে এশিয়ান গেমসে ছেলেদের কাবাডির ব্রোঞ্জ পদক ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে। পাঁচ দলের মধ্যে গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। এশিয়ান গেমসের কাবাডির নিয়ম অনুযায়ী সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জ পদক নিশ্চিত করবে কোনো দল। সেমিতে উঠার লড়াইয়ে চাইনিজ তাইপের সঙ্গে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন