চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এশিয়া কাপ কোথায়, জানা যাবে আইপিএল ফাইনালের পর

অনেক নাটকীয়তার পর আসতে চলেছে এশিয়া কাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। আইপিএল ফাইনালের পর হবে প্রতীক্ষার অবসান। জানিয়েছেন এসিসির চেয়ারম্যান ও বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।

জয় শাহ বলেছেন, আইপিএল ফাইনাল দেখতে এসিসির শীর্ষস্থানীয় কর্তারা উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নেয়া হবে এশিয়া কাপের ভেন্যুর ব্যাপারে সিদ্ধান্ত। আলোচনার পর জয় শাহ একটি নির্বাহী কমিটির বৈঠক ডাকবেন। সেখান থেকে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমে জয় শাহ বলেন, ‘এখন পর্যন্ত এশিয়া কাপ আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আমরা আইপিএল নিয়ে ব্যস্ত। তবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি), বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানীয় ব্যক্তিরা আইপিএল ফাইনাল দেখতে আসছেন। আমরা তাদের সাথে আলোচনার পর যথাসময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত এশিয়া কাপের জন্য পাকিস্তানে ভ্রমণ না করলে হাইব্রিড মডেল বাস্তবায়নে অনড় পিসিবি। এসিসির সূত্রে খবর, পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এবং আফগানিস্তানের সঙ্গে ঘরের মাঠে খেলবে পাকিস্তান। ভারত তাদের সব খেলা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। এটিকে সম্ভাব্য সমাধানের রাস্তা হিসেবে দেখা হলেও এসিসি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া থেকে বিরত আছে।

নিরপেক্ষ ভেন্যু হিসেবে শুরু থেকেই নাম আলোচনায় আছে সংযুক্ত আরব আমিরাতের। শ্রীলঙ্কাতেও বসতে পারে আসর। আগামী ১-১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের জন্য সূচি নির্ধারিত আছে।