চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারত-পাকিস্তান ম্যাচে ‘পরীক্ষা’ বাংলাদেশি আম্পায়ারদের

এশিয়া কাপে প্রথমবার আম্পায়ারিং করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দুজন। ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে রোববার অভিষেক হচ্ছে তাদের। মাসুদুর রহমান মুকুল ফিল্ড আম্পায়ার ও গাজী সোহেল থাকবেন চতুর্থ আম্পায়ারের ভূমিকায়।

রাত আটটায় দুবাইয়ে মর্যাদার লড়াইয়ে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। রোহিত শর্মা ও বাবর আজমের দলের হাই-ভোল্টেজ ম্যাচ পরিচালনার চ্যালেঞ্জ মুকুল ও সোহেলের সামনে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

দেশি আম্পায়ারদের সুযোগকে বড় সৌভাগ্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দুবাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে থাকা বোর্ড প্রধান শনিবার রাতে সংবাদমাধ্যমকে বলেছেন সে কথা।

‘ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে বড় ম্যাচ তো হতে পারে না। আর সেটাতে আমাদের মুকুল আম্পায়ারিং করবে। আমাদের যে একটা হতাশা ছিল বড় ইভেন্টে নিজেদের আম্পায়ার দেখি না। আমি নিশ্চিত এখানে আম্পায়ারিংয়ের মাধ্যমে ভবিষ্যতে আইসিসি ইভেন্টেও তারা সুযোগ পাবে।’