এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বুধবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ৩৮ বর্ষী ভারতীয় ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন। এতে ভারতের জার্সিতে ইতি ঘটেছে ১৪ বছরের বর্ণিল ক্যারিয়ারের। এমন হঠাৎ অবসরের ঘোষণায় অনুতপ্ত নন বলে চেন্নাইয়ে নেমে জানিয়েছেন অশ্বিন।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা চালিয়ে যেতে চান এ অলরাউন্ডার। তার মতে, ‘যতক্ষণ সম্ভব’ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা চালিয়ে যেতে চান, কারণ ‘ক্রিকেটার অশ্বিনের সময় এখনও শেষ হয়নি।’
চেন্নাইয়ে ফেরার পর উষ্ণ অভ্যর্থনা পান পরিবার-বন্ধু ও সমর্থকদের কাছ থেকে। সেখানে তিনি জানিয়েছেন, ‘আমি কখনও চিন্তা করিনি এত মানুষ এখানে আসবে। আমি চেয়েছিলাম শান্তভাবে প্রবেশ করতে এবং বাড়িতে গিয়ে আরাম করতে। কিন্তু আপনারা আমার দিন রঙিন করে দিলেন।’
‘আমি এত বছর ধরে টেস্ট ক্রিকেট খেলেছি, কিন্তু শেষবার (এমন কিছু দেখেছি) ২০১১ সালের বিশ্বকাপের পর এমন হয়েছিল। এটি অনেক মানুষের জন্য আবেগপূর্ণ তবে আমার জন্য ব্যক্তিগতভাবে এটি স্বস্তি এবং সন্তুষ্টির। সিদ্ধান্তটি সহজ ছিল এবং কিছু সময় ধরে আমার মাথায় চলছিল। আমি শুধু (গ্যাবার) চতুর্থ দিনে অনুভব করেছি এবং এদিন বলে দিয়েছি।’
অবসরের সিদ্ধান্ত সম্পর্কে বলতে গিয়ে আরও বলেন, ‘সত্যি কথা বলতে আমরা সবাই আমাদের ক্যারিয়ারে অনেক কিছুর মধ্য দিয়ে যাচ্ছি, শুধুমাত্র ক্রিকেটার হিসেবে নয়। সাধারণত, যখন আমি ঘুমাতে যাই তখন উইকেট নেয়া, রান করার মতো অনেক কিছু মনে পড়ে, কিন্তু সেই স্মৃতি গত দুই বছরে নেই। সুতরাং, এটি স্পষ্ট ইঙ্গিত ছিল যে আমাদের এখন একটি ভিন্ন পথ নিতে হবে। আমি কোনো নতুন লক্ষ্য নির্ধারণ করিনি, কারণ আমি এখন আরাম করতে চাই। আসলে নিষ্ক্রিয় থাকা আমার পক্ষে কঠিন, কিন্তু আমি এখন এটি চেষ্টা করতে চাই।’








