দ্বিতীয় দিনে বেন ডাকেটের অপরাজিত সেঞ্চুরিতে বড় সংগ্রহের আভাস দিয়েছিল ইংল্যান্ড। তবে তৃতীয় দিনে ব্যর্থ হয়েছে তারা। ৮ উইকেট হাতে রেখে ভারতীয় বোলারদের তোপে গুটিয়ে যায় তিনশ পার করেই। নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে ঝলক দেখিয়েছেন যশ্বী জয়সওয়াল। তার সেঞ্চুরিতে বড় লিডের দিকে ছুটছে ভারত।
রাজকোট টেস্টের তৃতীয় দিন ৮ উইকেট হাতে রেখে ২০৭ রানে ব্যাটে নেমে ৩১৯ রানে থামে ইংল্যান্ড। ১২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে দিন শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৯৬ রান। ৩২২ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনে শুভমন গিল ৬৫ রানে ও কুলদীপ যাদব ৩ রানে ব্যাটে নামবেন।
আগের টেস্টে ডাবল সেঞ্চুরি করা জয়সওয়াল এদিনও পেয়েছেন সেঞ্চুরি। ১৩৩ বলে ১০৪ রান করে পিঠে অস্বস্তি অনুভব করে মাঠ ছেড়ে যান।
দিনের পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। বুমরাহ’র শিকার হয়ে ফিরে যান ১৮ রান করা জোট রুট। এরপর ৯৫ রান যোগ করেই গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। একওভার পরেই ফিরে যান জনি বেয়ারেস্টো। ১৩৩ রান নিয়ে দিন শুরু করা ডাকেট ফিরে যান নিজের নামের সঙ্গে ২০ রান যোগ করেই। ১৫১ বলে ১৫৩ রান করা ইংলিশ ওপেনারের ইনিংস সাজানো ছিল ২৩টি চার ও ২ ছক্কায়।
২৬০ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়লেও বেন ফোকসকে নিয়ে চাপ কাটিয়ে তোলেন বেন স্টোকস। ২৯৯ রানে এই জুটির দুজনেই ফিরে যান। পরে ৩১৯ রানে গুটিয় যায় ইংলিশদের প্রথম ইনিংস।
প্রথম ইনিংসে ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ নেন চার উইকেট। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা নেন দুটি করে। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন ও জাসপ্রীত বুমরাহ নেন একটি করে উইকেট।
১২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৩০ রানে প্রথম উইকেট হারায় ভারত। ১৯ রান করে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। এরপর শুভমন গিলকে নিয়ে ১৫৫ রানের জুটি গড়ে পিঠে অস্বস্তি অনুভব করে ফিরে যান জয়সওয়াল। তার আগে পূর্ণ করেন সেঞ্চুরি।
জয়সওয়াল ফেরার পর থিতু হতে পারেননি রজত পতিদার। রানের খাতা না খুলেই ফিরে যান। পরে কুলদীপকে নিয়ে দিন শেষ করেন গিল। ১২০ বলে ৬৫ রান করে ক্রিজে আছেন তিনি।
তৃতীয় দিনে ইংল্যান্ডের হয়ে উইকেট দুটি নিয়েছেন জো রুট ও টম হার্টলি।








