তিন দিনেই কোটি ভিউ—বাংলা নাটকের ইতিহাসে ঈদের নাটক ‘আশিকি’ যেন রীতিমতো একটি ঘটনার নাম হয়ে উঠেছে! জোভান ও নিহাকে ঘিরে আবর্তিত এই নাটক দর্শকদের হৃদয়ে এমনভাবে দাগ কেটেছে যে ইউটিউব ট্রেন্ডিং তালিকায় শীর্ষে উঠে এসেছে মুহূর্তেই!
তিন দিনে নাটকটির কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করায় উচ্ছ্বাস প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। কিন্তু কেন নাটকটি এতো মানুষ দেখছে, কী আছে এই নাটক?
নাটকটি শুধু একটি লাভ স্টোরি নয়, বরং একদিকে ক্লাস কনফ্লিক্ট, সমাজের রূপ-সৌন্দর্য বিষয়ক ধ্যানধারণা, অন্যদিকে আত্মত্যাগ, রিভেঞ্জ ও ভালোবাসার এক জটিল মিশ্রণ।
নাটকে দেখা যায়, আশিক একজন সাদামাটা মধ্যবিত্ত তরুণ। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েন, যেখানে দেখা হয় প্রভাবশালী পরিবারের মেয়ে জেসের সঙ্গে। ক্যাম্পাসে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেন জেসকে এবং সরাসরি প্রেমের প্রস্তাব দেন। নিহার তীব্র অপমান, থাপ্পড়, কুৎসিত চেহারা নিয়ে কটুক্তি—সবই সহ্য করতে হয় আশিককে।
তবে এখানেই শেষ নয়। গান গাওয়া আশিকের জীবনে নাটকীয় মোড় আসে, যখন এক সংগীতআয়োজকের নজরে পড়ে তার কণ্ঠ। অজান্তেই শুরু হয় আশিকের উত্থান। সাফল্য, খ্যাতি আর অর্থের চূড়ায় উঠে আসে সে। অপারেশন করিয়ে উঁচু দাতও অপসারণ করেন, বদলে ফেলেন নিজের চেহারা। এক সময় সেই ক্যাম্পাসেই হয় তার কনসার্ট—যেখান থেকে একদিন তাড়িয়ে দেওয়া হয়েছিলো।
এদিকে বদলে যাওয়া আশিকের প্রেমে পড়ে জেস। এবার সে-ই সবার সামনে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু এবার প্রতিশোধের পালা—আশিকও অপমান করে, থাপ্পড় দেয়! কিন্তু এ পর্যায়ে এসে নাটকের গল্প মোড় নেয় করুণ এক সত্যের দিকে— যে সত্য উন্মোচনে দর্শকও ভিমড়ি খায়!
চেনা ফর্মুলার মধ্যেও নতুন ছোঁয়া থাকায় নাটকটি জনপ্রিয়তা পাচ্ছে বলে মত দিয়েছেন বহু দর্শক। অপমান-প্রতিশোধ-বিপরীত মোড়–এই ঘরানায় বহু নাটক বানানো হলেও ‘আশিকি’ তাতে নিয়ে এসেছে নতুন আবেগের ঢেউ।
আবার অনেকে বলছেন, সিনেম্যাটিক উপস্থাপন ও গানের জন্যও আশিকি দর্শককে মুগ্ধ করেছে। নাটকের চিত্রায়ন, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও গানগুলো দর্শকদের হৃদয়ে গেঁথে গেছে।
সিএমভি’র ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ৮ জুন রাতে। ১১ জুন রাতেই যা কোটি দর্শকের মাইলফলক স্পর্শ করে। নাটকে আশিক চরিত্রে অভিনয় করেছেন জোভান এবং জেস চরিত্রে আছেন নাজনীন নিহা।
‘আশিকি’ নির্মাণ করেছেন ইমরোজ শাওন। পারভেজ ইমামের চিত্রনাট্যে নাটকটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন খায়ের খন্দকার। বিশেষ চমক হিসেবে এই নাটকের দৃশ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণাকেও দেখা গেছে! যা, দর্শকদের জন্য বাড়তি পাওনা বলেও মনে করছেন অনেকে।








