এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পার্থ টেস্টে অ্যাশেজে প্রথমদিনে ব্যাটে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের কেউই। এদিন ১৯ উইকেট পড়েছে দুদল মিলে। প্রথমে ইংলিশদের ব্যাটিংয়ে ধস নামান মিচেল স্টার্ক, নেন ৭ উইকেট। পরে অজিদের পতনে নেতা বেন স্টোকস, নিয়েছেন ৫ উইকেট।
শুক্রবার অ্যাশেজ গড়াল। টসে জিতে ব্যাটিং নেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। ৩২.৫ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। পরে নেমে ৩৯ ওভারে ১২৩ রান তুলতেই প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে বসেছে অজিরা। ১ উইকেট হাতে রেখে দ্বিতীয় দিনে স্বাগতিকরা নামবে ৪৯ রানে পিছিয়ে থেকে।
শুরুতে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি। ২১ করে আউট হন বেন ডাকেট। অলি পোপ করেন ৪৬ রান। সর্বোচ্চ রান হ্যারি ব্রুকের, করেছেন ৫২। মাঝে জেমি স্মিথ করেছেন ৩৩ রান।
অজিদের হয়ে স্টার্কের ৭ উইকেট ছাড়া ব্রেন্ডন ডগেট নিয়েছেন ২ উইকেট। ক্যামেরুন গ্রিন নিয়েছেন ১ উইকেট।
১২.৫ ওভারে ৫৮ রানে ৭ উইকেট নিয়েছে স্টার্ক। তার ক্যারিয়ারসেরা এটি। অজি পেসার অ্যাশেজে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। উইকেটসংখ্যা এখন ১০৪। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ১০০টির বেশি উইকেট নেয়া ১১ জন পেসারের মধ্যে তিনি একমাত্র যিনি ২১ শতকে অভিষিক্ত।
ব্যাটিংয়ে নেমে বেহাল অবস্থা হয় অজিদেরও, বিনা রানে হারায় প্রথম উইকেট। সাজঘরে ফেরেন ওপেনার জেক ওয়েদার্ল্ড। মার্নাস লাবুশেন ৯, ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ ১৭, উসমান খাজা ২, ট্রেভিস হেড ২১, গ্রিন করেন ২৪ রান। অ্যালেক্স ক্যারি ২৬ ও মিচেল স্টার্কের ১২ রানে একশ পার করতে পেরেছে অজিরা।
ইংল্যান্ডের হয়ে ৬ ওভারে ২৩ রানে ৫ উইকেট নিয়েছেন স্টোকস। ২টি করে উইকেট নিয়েছেন জফরা আর্চার ও ব্রাইডন কার্স।








