অ্যাশেজ সিরিজ শুরুর আগে আরও একটি ধাক্কা খেল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স ও শন অ্যাবটের পর এবার প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন জশ হ্যাজেলউড। তাতে পেস আক্রমণের আরও শক্তি কমেছে অজিদের।
শেফিল্ড শিল্ডের ম্যাচে গত বুধবার হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন হ্যাজেলউড ও অ্যাবট। সেদিনই স্ক্যান করানোর পর অ্যাবটের চোট ধরা পড়ে। প্রথম টেস্টের স্কোয়াডে তার না থাকা নিশ্চিত হয়ে যায়। তবে সেই স্ক্যানে কোনো সমস্যা ধরা পড়েনি হ্যাজেলউডের। অস্ট্রেলিয়ার জন্য যা ছিল স্বস্তির খবর। কিন্তু হ্যাজেলউডের অস্বস্তি না কমায় ফলো-আপ স্ক্যান করানো হয় শনিবার। যেখানে লো-গ্রেড পেশির চোট ধরা পড়েছে।
পার্থে আগামী ২১ নভেম্বর শুরু হবে এবারের অ্যাশেজ সিরিজ। হ্যাজেলউড ও অ্যাবটের কাভার হিসেবে মিচেল নেসারকে প্রথম টেস্টের জন্য দলে ডেকে নিয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত দুটি টেস্ট ম্যাচ খেলেছেন নেসার। তবে সব কিছু ঠিক থাকলে প্রথম টেস্টে স্টার্ক ও বোল্যান্ডের সঙ্গে পেস বিভাগে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি ডগেটের।
২০১৪ সালের পর ঘরের মাঠে কেবল দুটি টেস্টে কামিন্স ও হ্যাজেলউড দুজনকেই পায়নি অস্ট্রেলিায়া। ২০২১ সালে ইংল্যান্ড ও ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচেই অবশ্য তারা জিতেছিল।








