চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

দৈনিক দিনকালের প্রকাশনা বাতিলে ‘আর্টিকেল নাইনটিন’র উদ্বেগ 

দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনার অনুমোদন বাতিলের সরকারী সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে পত্রিকাটির অনুমোদন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আর্টিকেল নাইনটিন’।

আজ (৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যের অধিকার নিয়ে কাজ করা সংস্থাটির পক্ষ থেকে একথা জানানো হয়।

Bkash July

আর্টিকেল নাইনটিন এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা পদ্ধতিগত ক্রুটির অজুহাতে বাতিলের সিদ্ধান্ত অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। জাতীয় নির্বাচনের আগে এভাবে একটি জাতীয় দৈনিক পত্রিকার অনুমোদন বাতিলের সিদ্ধান্ত মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার উপর স্পষ্ট হস্তক্ষেপ। সরকারের এই কার্যক্রমের কারণে বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে ক্ষুণ্ণ হয়েছে।

এর আগে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের প্রকাশনা শাখা থেকে ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে দৈনিক দিনকাল পত্রিকার অফিসে পাঠানো একটি চিঠির মাধ্যমে পত্রিকাটির প্রকাশের অনুমোদন বাতিল করা হয়েছিল। পরে পত্রিকাটির পক্ষ থেকে জেলা প্রশাসকের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ‘বাংলাদেশ প্রেস কাউন্সিলে’ আবেদন করা হয়। ১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রেস কাউন্সিল পত্রিকাটির আপিল খারিজ করে দিয়েছে। এরপর থেকে পত্রিকাটির প্রিন্ট ও অনলাইন ভার্সন দুটোই বন্ধ আছে।

Reneta June

আর্টিকেল নাইনটিন সরকারের প্রতি দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানায় এবং বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানায়।

উল্লেখ্য, আর্টিকেল নাইনটিন একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। ১৯৮৭ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত এই সংস্থাটি মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্ত চিন্তা নিশ্চিতে কাজ করে আসছে। সংস্থাটি ২০০৮ সাল থেকে দক্ষিণ এশিয়ায় কার্যক্রম শুরু করে।

Labaid
BSH
Bellow Post-Green View