চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আর্সেনালের শিরোপা জয়ের কাউন্টডাউন!

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাশিত জয় পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল আর্সেনাল। ফুলহ্যামকে তারা ৩-০ তে হারিয়েছে। শিরোপার দৌড়ে এগিয়ে থাকা ইংলিশ ক্লাবটি ম্যাচ শেষে বড় একটি ঘড়ি নিয়ে জয় উদযাপন করেছে। ইঙ্গিত করা হয়েছে শিরোপা জয় এখন সময়ের ব্যাপার!

ফুলহ্যামের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ের পর রোববার রাতে ড্রেসিংরুমের একটি ছবি প্রকাশ করেন গানার্স তারকা ওলেক্সান্ডার জিনচেঙ্কো। ইনস্টাগ্রামে প্রকাশ করা ছবিতে দেখা যায় খেলোয়াড় ও দলের কর্মীরা আইকনিক ঘড়িটির সঙ্গে ছবি তুলেছেন।

ঘড়িটি মূলত আর্সেনালের আগের হোম ভেন্যু হাইবারি স্টেডিয়ামে ঝুলানো ছিল। ১৯১৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত গানারদের ঘরের মাঠ হিসেবেই পরিচিত ছিল ‘হোম অব ফুটবল’ খ্যাত স্টেডিয়ামটি। বর্তমানে ক্লাবটি হোম ভেন্যু এমিরেটস স্টেডিয়াম।

ফুলহ্যামের ঘরের মাঠ ক্রেভেন কটেজের ড্রেসিংরুমে দারুণ জয়ের পর ঘড়িসহ ছবিটি মূলত প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের কাউন্টডাউন হিসেবে ইঙ্গিত করেছে। ছবিতে দেখা যায়, মিনিটের কাটা ১১ এর দিকে মুখ করে আছে। যা চলতি মৌসুমে দলটির খেলার সংখ্যা বাকি থাকাকে ইঙ্গিত করেছে।

২০০৩-০৪ মৌসুমে সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল আর্সেনাল। এরপর লিগ শিরোপার দেখা পায়নি ১৩ বার লিগ টাইটেল জেতা ক্লাবটি। ১৯ বছর পর আবারও প্রিমিয়ার লিগ শিরোপা উঁচিয়ে ধরার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মিকেল আর্তেতার দল।

চলতি মৌসুমে ২৭ ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচ খেলে ৫ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৫০।

Labaid
BSH
Bellow Post-Green View