ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে ফরাসি ক্লাব পিএসজি। শিরোপা জয়ের উচ্ছ্বাসে প্যারিসে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে ক্লাবটির ভক্ত-সমর্থকরা। উদযাপন করতে গিয়ে ঘটেছে অপ্রীতিকর ঘটনা, ঘটেছে মৃত্যুও। লাগামছাড়া উদযাপনের রাতে নিহত হয়েছেন ২ জন এবং আহত দুই শতাধিক। সহিংসতার ঘটনায় সাড়ে পাঁচশর বেশি উগ্র-সমর্থককে গ্রেপ্তার করেছে প্যারিস পুলিশ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রান্সজুড়ে ৬৯২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সহিংসতায় ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যার মধ্যে ২১ জন পুলিশ কর্মকর্তা ও ৭ জন ফায়ার সার্ভিস কর্মকর্তা রয়েছেন। ফ্রান্সের রাজধানীতে ৪৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে সমগ্র ফ্রান্সজুড়ে ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদযাপনের সময় এক স্কুটার আরোহী গাড়ির ধাক্কায় মারা যান। এর কয়েক কিলোমিটারের মধ্যে জয় উদযাপনের সমাবেশে ১৭ বর্ষী এক ছেলেকে ছুরিকাঘাত করা হয়, ঘটনাস্থলেই মারা যান তিনি।
ফাইনালে শিরোপা নিশ্চিত হওয়ার পর প্যারিসের চ্যাম্পস-ইলিসেস অ্যাভিনিউতে বিশাল প্যারেড শোভাযাত্রা শুরু করে ফরাসিরা। যা আর্ক দ্য ট্রায়ম্প এলাকায় পৌঁছাতেই সমর্থকদের একটি অংশের আচরণে বিশৃঙ্খলায় রূপ নেয়। একপর্যায়ে তাদের থামাতে জলকামানে পানি ছিটায় পুলিশ। তারা জানিয়েছে, সমর্থকদের একটি উগ্র অংশ পুলিশি ব্যারিকেড টপকে মুখোমুখি মোকাবিলার চেষ্টা চালায়। মোট গ্রপ্তার হওয়াদের মধ্যে এখান থেকে ২৯৬ জন উগ্র সমর্থককে আটক করে পুলিশ।
এসময় আরও বেশি লাগামছাড়া উদযাপনে মেতে ওঠে ওই এলাকা। একের পর আতশবাজিসহ যানবাহনে দেয়া হয় আগুন। বাসের জন্য অপেক্ষা করার যাত্রি ছাউনিতে করা হয় ভাঙচুর। সড়কে তখন ইঞ্জিনে উচ্চশব্দ তুলে মোটরসাইকেল চলছিল, আশপাশ থেকে তাতে উৎসাহ মিলছিল। আরও কিছু এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় পিএসজির সমর্থকরা। ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েছে।
প্যারিস পুলিশ জানিয়েছে, আটক করা বেশিরভাগেরই আতশবাজি পোড়ানো এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ সন্দেহে থানায় আনা হয়েছে।
কাতারি ধনকুবের নাসের আল খেলাইফি সাফল্য পেতে বড় বড় সব প্রজেক্ট ও বিনিয়োগ করেছেন। দলে নিয়েছিলেন সময়ের সেরা তারকাদের। লিওনেল মেসি, নেইমার ও কাইলিয়ান এমবাপের মতো আক্রমণত্রয়ীও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারেননি ফরাসি ক্লাবটিকে। লুইস এনরিকের তারুণ্য নির্ভর দল সেটা করে দেখাল। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে ইন্টার মিলানকে ৫-১ ব্যবধানে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে নিয়েছে পিএসজি।







