কিশোরগঞ্জে কুলিয়ারচরে চাল ধার না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে হামলায় রতন মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিন পাড়ার কলিম উদ্দিনের মেয়ে শিখা আক্তার (৩০) কাকন মিয়ার স্ত্রী মিনারা খাতুন (২৮) ও কলিম উদ্দিনের স্ত্রী শরিফা খাতুন (৬০)। নিহত রতন মিয়া (৩৭) একই এলাকার মোঃ বিল্লাল মিয়ার ছেলে।
রোববার (২১ মে) বিকাল ৫টার দিকে কুলিয়ারচর থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, শনিবার (২০ মে) সকালে পাশের বাড়ির কলিম উদ্দিনের মেয়ে শিখা, রতন মিয়ার বাড়ির শান্তার কাছে চাল ধার নিতে যান। শান্তা চাল দিতে রাজি না হলে দুজনের মধ্য কথা কাটা-কাটি হয়। দুজনের ঝগড়া শুনে শান্তার স্বামী রতন মিয়ার ঘর থেকে ওঠে আসেন।
পরে শান্তার স্বামী শিখাদের বাড়িতে গিয়ে ঝগড়ার কারণ জানতে চাইলে শিখা, তার বাবা কলিম উদ্দিন, মা শরীফা ও ভাইয়ের স্ত্রী মিনাসহ পাঁচজন নিয়ে রতন মিয়ার ওপর হামলা করে। পরে রতন মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দিনই নিহতের বাবা মোঃ বিল্লাল মিয়া বাদী হয়ে চার জনের নামে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে কুলিয়ারচর থানা পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।