রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুর প্রাণহানি ও হতাহতের ঘটনায় শোকাহত পুরো দেশ। এই হৃদয়বিদারক ঘটনার পর শোবিজ অঙ্গনের তারকারাও একে একে প্রকাশ করছেন শোক, ক্ষোভ এবং সংবেদনশীল বার্তা।
জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আরশ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন। শোক জানানো ছাড়াও আহতদের সহায়তায় বিভিন্ন সচেতনতামূলক বার্তাও শেয়ার করছেন।
এরমধ্যে এক পোস্টের মাধ্যমে তিনি নিজে যেমন ব্যক্তিগতভাবে ব্যথিত ও শোকাহত, তেমনি গণমানুষের আবেগকে গুরুত্ব দিয়ে চলতি সপ্তাহে তার অভিনীত কোনো নাটক প্রচার না করার জন্য সংশ্লিষ্ট প্রযোজক, নির্মাতা ও চ্যানেল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।
সেই পোস্টে আরশ লিখেন, “সাধারণ জনগণের মানসিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চা গুলোর আর্তনাদ ভাসে। এমন অবস্থায় আগামী ৭ দিনের জন্য আমার সকল নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।”
সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত শতাধিক। রাষ্ট্রীয়ভাবে মঙ্গলবার (২২ জুলাই) পালিত হচ্ছে শোক দিবস।








