এই খবরটি পডকাস্টে শুনুনঃ
‘সোলজার’ ছবির মাধ্যমে প্রথমবার শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন ‘ঘানি’, ‘আমার বন্ধু রাশেদ’-খ্যাত অভিনেতা আরমান পারভেজ মুরাদ। শাকিবের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করে রীতিমত মুগ্ধ হয়ে গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মুরাদ।
তিনি জানান, সোলজারে কর্নেল খালেদ চরিত্রে অভিনয় করছেন। সোলজারদের বস! চলচ্চিত্রে এমন চরিত্র পাওয়াটাও সুযোগের ব্যাপার।
শাকিব খানের শুটিং অভিজ্ঞতা জানিয়ে আরমান পারভেজ মুরাদ বলেন, শুটিংয়ের আগে শাকিবের সঙ্গে রিহার্সেল করেছি। যতক্ষণ পর্যন্ত তার পছন্দ হচ্ছে না সে কাজ করে যাচ্ছে। কোনো ক্লান্তি নেই। শুটিং সেটে শাকিব শট দিলে যেন তার চেহারার মধ্যে আলাদা আলো ছড়িয়ে যায়। এই ব্যাপারটা আমার দারুণ লেগেছে। আমি আশা করবো, যারা জুনিয়র আছেন তারা যেন শাকিবকে অনুসরণ করে, তাহলে বুঝতে পারবে শিল্পীর দায়িত্বটা কী! শাকিবকে মানুষ যেভাবে টিকিট কেটে সিনেমা দেখতে যায়, আরও যদি কয়েকজন থাকতো তাহলে ইন্ডাস্ট্রি অন্যরকম হতো।
আরমান পারভেজ মুরাদ বলেন, শাকিব খানের মতো ডেডিকেটেড আর্টিস্ট (নিবেদিত প্রাণ শিল্পী), সে তার চরিত্রের মধ্যে এমনভাবে ডুবে থাকে, যা খুব কম দেখা যায়। গত ২৬ বছর ধরে সে ইন্ডাস্ট্রিতে যেভাবে টিকে আছে সেটা কোনো মুখের কথা না। আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি অনেক আগে, কিন্তু আমি তো থাকতে পারিনি। দেখুন, শাকিব খান সিনেমাটাকে কীভাবে ধরে আছে। এর বাইরে তার কোনো ধ্যান-জ্ঞান নেই।
আরমান পারভেজ মুরাদ বলেন, এ কারণে দিনের পর দিন প্রতি ছবিতে শাকিব নিজেকে ছাড়িয়ে যাচ্ছে, সে হয়ে উঠেছে মেগাস্টার। প্রতিটি ছবিতে সে আলাদা স্ক্রিন পার্সোনালিটি তৈরি করেছে। সোলজারের মাধ্যমে প্রথমবার তার সঙ্গে কাজের অভিজ্ঞতা হলো। আচার ব্যবহারের দিক থেকে সে খুবই ভদ্র বিনয়ী, তার মুখে হাসি লেগে থাকে। আসলে যে যত নত, সে ততই উন্নত। শাকিব খানও এমন। সে সুন্দর সুন্দর কাজের মাধ্যমে পুরো বিশ্বের কাছে আমাদের পৌঁছে দিচ্ছে। এজন্য আমি শাকিবকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।
সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা, ঐশী। এছাড়াও রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাকিন আবসার প্রমুখ। সিনেমাটি ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।








