বলিউডের অন্যতম সেরা গায়ক অরিজিৎ সিংয়ের ফ্যান ফলোয়ারের গন্ডি এখন ভারতবর্ষ পেরিয়ে বিশ্বব্যাপী ছাপিয়ে গেছে। তার গাওয়া প্রতিটি গান দিয়ে ভক্তদের মন জয় করেছেন তিনি। কিন্তু জানেন কি গায়কের পারিশ্রমিক নিয়ে চলছে তুমুল আলোচনা?
গায়করা নিশ্চয়ই সিনেমায় তাদের গানের জন্য ভাল পারিশ্রমিক নেন, কিন্তু এবার খবর এসেছে যে অরিজিৎ তার লাইভ পারফরম্যান্সের জন্যও মোটা অঙ্কের পারিশ্রমিক নেন। শোনা যাচ্ছে, ২ ঘণ্টার লাইভ পারফরম্যান্সের জন্য ১৪ কোটি টাকা পারিশ্রমিক নেন গায়ক। আর এই খবরটি রাহুল বৈদ্য ছাড়া আর কেউ প্রকাশ করেননি।
রাহুল অরিজিতের প্রশংসা করেছিলেন যে তিনি এমন এক ধরণের গায়ক যার কাছ থেকে বাকি শিল্পীরা কীভাবে নিজের জন্য অর্থ চাইতে হয় তা শিখেছিলেন। তিনি বলেন, অরিজিৎ আগে শো করতে চাননি৷ তাই হয়তো এমন করতেন যাতে এত টাকা বলতেন যে ফ্রন্ট রাজি না হন৷ কিন্তু না, ফ্রন্ট বলছে টাকা নেন কিন্তু পারফর্ম করেন৷ তখন অরিজিৎ ও তার ম্যানেজমেন্ট টিম অনেক গায়ক-গায়িকাকে শিখিয়েছেন৷
রাহুল আরও বলেন, ‘আগে শুধু গায়কদের পারফরম্যান্সের জন্য লাখে কথা হতো, এখন তা কোটিতে গিয়ে ঠেকেছে। অরিজিতের বিশেষত্ব হল যে তিনি এত সফল হওয়া সত্ত্বেও তিনি এখনও তার জীবনকে লো প্রোফাইল রাখেন এবং খুব বেশি কিছু দেখান না। এবার অরিজিৎ আরও একটি আশ্চর্যজনক কাজ করতে চলেছেন। ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যের বড় স্টেডিয়ামে তার পারফর্ম করার কথা রয়েছে। তিনিই হবেন প্রথম ভারতীয় গায়ক যিনি এই কীর্তি গড়বেন।
এছাড়াও অরিজিৎ স্পটিফাইয়ের অন্যতম অনুসরণকারী শিল্পী। তার ফলোয়ারের সংখ্যা ১৪০ মিলিয়ন ছাড়িয়েছে। এই তালিকায় টেইলর সুইফট, এড শিরান ও আরিয়ানা গ্রান্ডেকে পেছনে ফেলেছেন তিনি।








