চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আর্জেন্টিনার জয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আনন্দ উৎসব

কুবি প্রতিনিধি: বিশ্বকাপ  ‘গ্রুপ পর্বে’ নিজেদের দ্বিতীয় ডু অর ডাই ম্যাচে ম্যাক্সিকোর সাথে ২-০ গোলে জয় পায় লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।

শনিবার (২৬ নভেম্বর) দিবাগত-রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।

Bkash July

মেক্সিকোর সাথে জয়কে কেন্দ্র করে আনন্দ উৎসব শুরু হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টাইন সাপোর্টারদের মধ্যে। রেফারির শেষ বাঁশির সাথে সাথে উল্লাসে ফেটে পড়ে বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থকরা। মেসি মেসি স্লোগানে ঝটিকা মিছিলে নেমে পড়ে তারা।

বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ৩টি আবাসিক হলের আর্জেন্টিনা সাপোর্টাররা আনন্দ মিছিল নিয়ে প্রধান ফটকে যায়। বেশিরভাগ স্লোগান ছিল মেসিকে নিয়ে।

Reneta June

জয়ের পর বঙ্গবন্ধু হলের আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন বলেন, আমরা আর্জেন্টিনা সমর্থকরা একবারের জন্যও আশা হারাইনি। আমাদের বিশ্বাস ছিল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ভালো কিছুই করবে। মেক্সিকোর রক্ষণ ভাঙ্গা যখন দুঃসাধ্য মনে হচ্ছিল, তখন দুর্দান্ত এক গোল করলেন মেসি। আর সেই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল গোল গোল ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। পরে ম্যাচের শেষদিকে তার পাস থেকেই দারুণ আরও একটা গোল করলেন এনজো ফার্নান্দেস। ফুটবলের জাদুকর বা রাজপুত্র মেসির শেষ বিশ্বকাপ হওয়ায় খুব করে চাই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা।

Labaid
BSH
Bellow Post-Green View