আবারও বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু
বাংলাদেশে আবারও চালু হলো আর্জেন্টিনার দূতাবাস। বিকেলে সফররত আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রী স্যান্টিয়েগো ক্যাফিয়েরো এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দূতাবাসের উদ্বোধন করেন। পরে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রী বলেন, মেসির প্রতি ভালোবাসা দেখে তিনি আপ্লুত। সেসময় দু’দেশের মধ্যে ফুটবল উন্নয়ন ও কূটনৈতিক প্রশিক্ষণসহ তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।